কম টাকায় বেশি লাভের ব্যবসা
কম খরচে বেশি লাভ করতে চাইলে আপনার কিছু টেকনিক জানা লাগবে। নতুন কিছু
জানার জন্য আপনাকে কিছু আইডিয়া বা ধারণা খুঁজে বের করতে হবে, আপনি যে বিষয়ে
দক্ষ সে বিষয়টিকে নিয়ে আপনাকে কাজ করতে হবে।
কফি শপের দোকান দিয়ে আয় করা
যদি এমন হয় যে আপনি কি করবেন বুঝতে পারছেন না বা ভেবে পাচ্ছেন না।
তাহলে বাংলাদেশে অল্প পুজিতে ব্যবসার ভালো আইডিয়া বা ধারণা পেতে আমার
এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ কম টাকায় বেশি লাভের ব্যবসা
- কম টাকায় বেশি লাভের ব্যবসা
- অনলাইনে বই বিক্রি করে আয়
- মোবাইল রিচার্জের দোকান করে আয় করা
- কফি শপের দোকান দিয়ে আয় করা
- অনলাইন ফুড ডেলিভারি করে আয় করা
- গ্রাফিক্স ডিজাইন শিখে আয় করা আয় করা
- কসমেটিক্স ও বিউটি প্রোডাক্টস বিক্রি করে আয়
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আয়
- মোবাইল ফোন মেরামত করে আয় করা
- অনলাইনে হস্তশিল্প সামগ্রী বিক্রি করে আয়
- শেষ মন্তব্যঃ কম টাকায় বেশি লাভের ব্যবসা
কম টাকায় বেশি লাভের ব্যবসা
কম টাকায় বেশি লাভ করার জন্য আমি আপনাদের বেশ কিছু আইডিয়ার কথা বলবো।
আপনার বিনিয়োগ অল্প তার মানে এই নয় যে আপনি ব্যবসা শুরু করতে পারবেন না।
বর্তমানে অর্থনৈতিক বাস্তবতায় অনেকেই ছোট মূলধনে নিজস্ব ব্যবসা শুরু করতে
আগ্রহী। বিশেষ করে যারা চাকরির ওপর নির্ভর না করে স্বাধীনভাবে কিছু করতে চাই
তারা বেশ কিছু টাকা হলেই এটা ভালো ব্যবসা করতে পারে ।
কম পুজিতে লাভজনক ব্যবসা শুরু করে এখন কঠিন কিছু না। মাত্র ১০ হাজার
টাকায় আপনি শুরু করতে পারবেন একটি সফল ব্যবসা। এর জন্য দরকার কিছু মৌলিক
দক্ষতা, সৃজনশীল চিন্তা এবং প্রচন্ড পরিশ্রম। প্রথমে আপনাকে বুঝতে হবে আপনার
আগ্রহ দক্ষতার ক্ষেত্রে কোনটি। যেহেতু আপনি কম বিনিয়োগ করবেন, তাই বাস্তবে আপনি
বিক্রি করবেন আপনার পরিশ্রম ও স্কিল। এরকম ১০ টি ব্যবসা নিয়ে আমি আজ আলোচনা
করবো।
অনলাইনে বই বিক্রি করে আয়
এই ব্যবসার জন্য কয়েক হাজার টাকা হলেই হয় ।পুরানো বা দোষ্রাপ্য বই অনলাইনে
বিক্রি করতে হবে। ফেসবুক পেজ বা ওয়েবসাইট দের মাধ্যমে অর্ডার নিয়ে বই পৌঁছে
দিন। এতে আপনাকে খুব অল্প পরিমাণ টাকা বিনিয়োগ করতে হবে। ধীরে ধীরে আপনি এই
ব্যবসাকে উন্নত করতে পারবেন। এ কাজের জন্য আপনি ঘরে বসেই মার্কেটিং করতে
পারবেন।
আপনি অবশ্যই ই-কমার্স সম্পর্কে অবগত আছেন। এটি এমন একটি সাইট amazon এ
বই বিক্রি করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। অনলাইনে বই বিক্রি
বর্তমানে প্যাসিভ ইনকামের অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে ই-কমার্স। প্রতিদিন
লক্ষ লক্ষ বই কেনা বেচা হয় এই ওয়েবসাইটে এবং এর সুবিধা নিয়ে ঘরে বসে স্বাবলম্ব
হয়ে উঠছেন অনেকেই। আপনি চাইলে এই ওয়েবসাইটে বই কেনাবেচা করতে পারেন।
মোবাইল রিচার্জের দোকান করে আয় করা
আপনার গ্রামে বা শহরের কোন এক রাস্তার পাশে ছোট একটি দোকান ভাড়া নিয়ে
মোবাইল রিচার্জ সার্ভিস শুরু করুন। কম খরচে ব্যবসা শুরুর উপযুক্ত একটি উপায়
হল মোবাইল রিচার্জ সার্ভিসি। মোবাইল রিচার্জ এর পাশাপাশি ছোটখাটো গেজেট বিক্রি
করলে লাভ বাড়বে। মোবাইল কাভার, চার্জার , হেডফোন, মেমরি কার্ড ইত্যাদি
বিক্রি করুন
মোবাইল রিচার্জের দোকান করে ভালোভাবে আয় করার জন্য র সব অপারেটরের রিচার্জ
সুবিধা রাখতে হবে। পাশাপাশি মোবাইল ব্যাংকিং সার্ভিস যেমন নগদ বিকাশ রকেট উপায়
এজেন্ট হলে প্রতি লেনদেনের বিকাশ কমিশন পাবেন। টাকা জমা তোলা বিল পরিষদ এসব থেকে
ভালো ইনকাম হয়। এছাড়া বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল,
টিভি বিল পরিশোধ করার ব্যবস্থা রাখুন এতে গ্রাহক নিয়মিত আসবে।
আমাদের দেশে কফির জনপ্রিয়তা বেড়েই চলেছে কফির জনপ্রিয়তা বিশ্বায়নের একটি
প্রতিফলন। কফি সব হতে পারে একটি উপযুক্ত ব্যবসার আইডিয়া। কফি শপের জন্য একটি
উপযুক্ত জায়গা খুঁজে বের করুন যেখানে কোন ভালো প্রতিদ্বন্দ্বী নেই যেমন পার্ক
অফিস বা আবাসিক এলাকার কাছে কিংবা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পাশে। বিশেষ করে
শহরে কফির জনপ্রিয়তা অনেক বেশি।
কফি বা চায়ের দোকান আপনি 10000 থেকে 20 হাজার টাকার মধ্যেই শুরু করতে পারবেন।
একটি ছোট দোকানে দিনে ১০০ থেকে ২০০ কাপ কফি বিক্রি করলে দিনে ৫০০ থেকে ৬০০ টাকা
লাভ হতে পারে। এর ফলে মাসে ১৫ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব।
আপনি চাইলে একটি কফির দোকান দিয়ে স্বাবলম্বী হতে পারেন।
অনলাইন ফুড ডেলিভারি করে আয় করা
বিশেষ কিছু খাবার যেমন লাঞ্চ বক্স বা মিষ্টি জাতীয় খাবার বানিয়ে অনলাইনে
বিক্রি করতে পারে। অনলাইন ফুড ডেলিভারি করে আয় করার জন্য ফুডপান্ডা, পাঠাও বা
ফুডি এর মত প্লাটফর্মে ফুড ডেলিভারি রাইডার হিসেবে যোগ দিতে পারে। এর জন্য আপনার
একটি স্মার্ট ফোন এবং বয়স ১৮ এর উপরে হতে হবে। অবশ্যই আপনার বৈধ আইডি
কার্ড বা জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।
গ্রাহকদের কাছ থেকে অর্ডার নেওয়া এবং তাদের কাজে খাবার পৌঁছে দেওয়া। আপনাকে
সময় মতো খাবার ডেলিভারি করতে হবে এবং গ্রাহকদের সাথে ভালো আচরণ করতে হবে। ফুড
ডেলিভারি করে আপনি চাইলে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
এছাড়াও পাশাপাশি আপনি অনলাইনে কাজ করতে পারেন।
গ্রাফিক্স ডিজাইন শিখে আয় করা আয় করা
গ্রাফিক্স ডিজাইন শিখে একটা কোম্পানিতে লোগো ডিজাইন, ব্যানার বা সোশ্যাল
মিডিয়ায় তৈরি করতে পারে। আপনি এ বিষয়ে বেশি দক্ষ হয়ে
থাকলে ফাইবার আপ ওয়ার্ক এর মত বড় বড় মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন।
আপনি আপনার দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী কাজ নির্বাচন করতে পারবেন। এসব
মার্কেটপ্লেস থেকে মাসে লক্ষ টাকারও অধিক ইনকাম করা যায়।
আপনি যদি চান যে নিজের একটি অনলাইন প্লাটফর্মে তৈরি করতে পারে সেখানে আপনার
ডিজাইন বিক্রি করতে পারবেন। নিজের ওয়েবসাইটের ডিজাইন বিক্রি করার জন্য বিভিন্ন
ই-কমার্স প্ল্যাটফর ব্যবহার করা যায়। এক্ষেত্রে আপনার নিজের একটি ব্র্যান্ড তৈরি
করার সুযোগ থাকে। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি একবার কাজ করে দীর্ঘ সময়
ধরে আয় করতে পারবেন।
কসমেটিক্স ও বিউটি প্রোডাক্টস বিক্রি করে আয়
অল্প কিছু জনপ্রিয় কসমেটিক্স ও বিউটি প্রোডাক্ট কিনে বিক্রি করতে পারেন। এতে
বেশি বিনিয়োগ করতে হয় না সামান্য কিছু টাকা হলেই আপনি এই ব্যবসা শুরু করতে
পারেন। এর জন্য আপনি কিছু প্রোডাক্ট কিনে রেখে দিবেন এরপর অনলাইনে মার্কেটিং করে
বিক্রি করবেন। আপনাকে কোথাও দোকান বা ফুটপাতে বিক্রি করতে হবে না আপনি
অনলাইনে এগুলো বিক্রি করতে পারবেন ।
একটি ই-কমার্স ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ তৈরি করে কোরান গুলো
বিক্রি করতে পারবেন। অনলাইনে প্রডাক্টের ছবি এবং বিবরণ দিয়ে সহজে গ্রাহকের কাছে
পৌঁছানো যায়। এছাড়াও স্থানীয় বাজার বা দোকানে প্রোডাক্টগুলো বিক্রি করা যেতে
পারে। পাইকারি দামে কিনে বিক্রেতাদের কাছে অল্প লাভে বিক্রি করতে হবে।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আয়
বর্তমানে অনলাইন ইনকামের জনপ্রিয় একটি মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক মার্কেটিং।
ফেসবুক মার্কেটিং করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করা যায়। ফেসবুক পেজের
মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টগুলো প্রদর্শন করাবেন এবং গ্রাহক তা অনলাইন এর
মাধ্যমে অর্ডার করতে পারবেন।
অনেক ব্যবসা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার জন্য লোক নিয়োগ করে। আপনি যদি এই
কাজে দক্ষ হন তবে সোশ্যাল কোম্পানির জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করে
আয় করতে পারেন । এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানিয়ে আপনি ইনকাম
করতে পারবেন। আপনি কন্টেন্ট বানিয়ে অন্যদের কাছে বিক্রি করতেও পারবেন।
মোবাইল ফোন মেরামত করে আয় করা
মোবাইল ফোন মেরামত করে আয় করা অনেক সহজ একটি উপায়। এখানে আপনাকে কিছু বিশেষ
যন্ত্রপাতি কিনতে হবে এবং আপনার বাজারে একটি ছোট দোকান ভাড়া নিতে হবে। এই
ব্যবসার জন্য আপনাকে ১০ থেকে ২০ হাজার টাকার হলে একটি দোকান দিতে পারবেন। মোবাইল
ফোন মেরামতের দোকানগুলো লাভজনকতা অবস্থান গ্রাহকের চাহিদা প্রতিযোগিতা এবং মূল্য
নির্ধারণ কৌশল নির্ভর করে ।
মোবাইল ফোন মেরামত করার জন্য আপনাকে উচ্চ দক্ষ হতে হবে। এর জন্য আপনাকে কোন
প্রতিষ্ঠানে বা কোন দোকানে কাজ শিখতে হবে। এর জন্য একটি ভালো অবস্থান খুব
গুরুত্বপূর্ণ কারণ এ ধরনের ব্যবসা লাভের গ্রাহকদের অবিচ্ছন্ন প্রবাহের উপর নির্ভর
করে। আপনার কাজের অনুযায়ী দক্ষতা ইনকাম করতে পারবেন। এই ব্যবসা থেকে আপনি
মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
অনলাইনে হস্তশিল্প সামগ্রী বিক্রি করে আয়
আমাদের দেশে হস্তশিল্পের বিপুল চাহিদা রয়েছে। ব্যবসা শুরু করতে ছোট ছোট ঘর
সাজানো সামগ্রী সংগ্রহ করুন। গ্রামীন শিল্পীরা অনেক কম দামেই বিক্রি করে
থাকেন তাদের সামগ্রী। তাই অত্যন্ত কম খরচে লাভের ব্যবসা করা সম্ভব। অল্প দামে
কিনে রেখে দিয়ে আপনি চাইলে অধিক দামে এগুলো মার্কেটে বিক্রি করতে পারেন। এসব
সামগ্রী আপনি অনলাইনে বিক্রি করতে পারবেন।
অনলাইনে বিক্রি করার জন্য আপনাকে প্রথমে একটি ওয়েবসাইট বেছে নিতে হবে, যেখানে
আপনি আপনার পণ্যগুলো প্রদর্শন করতে পারবেন। ওয়েবসাইটে আপনার
পণ্যের ছবি, বিবরণ এবং মূল্য নির্ধারণ করে আপলোড করবেন। গ্রাহকদের সাথে
যোগাযোগ করে অর্ডার নিতে হবে এবং পণ্য সরবরাহ করতে হবে। এর ফলে আপনি মাসে ৩০ থেকে
৪০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। এটা নির্ভর করবে আপনার পরিশ্রমের
ওপর।
শেষ মন্তব্যঃ কম টাকায় বেশি লাভের ব্যবসা
কম টাকায় বেশি লাভের ব্যবসা করতে হলে অবশ্যই আমার এই আর্টিকেলটি আপনার কাজে
আসবে। কম টাকায় শুরু হলেও স্বপ্নের আকাশটা কিন্তু অসীম সাহস থাকলে সাফল্য ধরা
খুবই সহজ। টাকা কম থাকাটা বড় সমস্যা না, আইডিয়া কম থাকাটাই আসল সমস্যা। বুঝি
যতই ছোট হোক, স্বপ্নটা যদি বড় হয় লাভ আসবে ইনশাআল্লাহ। সঠিক পরিকল্পনা ও
পরিশ্রমের মাধ্যমে কম টাকায়ও বেশি লাভ করা সম্ভব।
অতএব ভয় না পেয়ে নিজের দক্ষতা ও আগ্রহ অনুযায়ী ছোট থেকে শুরু করে একদিন এই ছোট
উদ্যোগে আপনার বড় সাফল্যের কারণ হয়ে উঠবে। এরকম অনলাইন ইনকাম বিষয়ক তথ্য
জানতে আমাদের সাথেই থাকুন। সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
ইদুল আইটি মাস্টার এর নীতিমালা নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url