বাংলা আর্টিকেল লিখে মাসে লাখ টাকা আয় করার উপায়
বাংলা আর্টিকেল লিখে মাসে লাখ টাকা আয় করার উপায় সম্পর্কে আমি আর্টিকেলে বলবো। অনলাইনে আইয়ের সবচেয়ে বড় উপায় হল আর্টিকেল রাইটিং। বড় বড় ফ্রিল্যান্সিং সাইট গুলোতে আর্টিকেল লিখে আয় করা যায়।
আপনি যদি ফ্রিল্যান্সিং সাইটলোতে হিট করে থাকেন তাহলে দেখবেন আর্টিকেল রাইটিং এর ওপর কত ডলারের কাজ পড়ে আছে। অনেক কনটেন্ট রাইটার বা আর্টিকেল রাইটারা আর্টিকেল লিখে মাসে ৫০০ থেকে ১০০০ ডলার আয় করে থাকেন।
  পোস্ট সূচিপত্রঃ বাংলা আর্টিকেল লিখে মাসে লাখ টাকা আয় করার উপায়
- বাংলা আর্টিকেল লিখে মাসে লাখ টাকা আয় করার উপায়
 - বাংলা আর্টিকেল লেখার জন্য সেরা ওয়েবসাইট
 - বাংলা আর্টিকেল লেখার নিয়ম
 - কিওয়ার্ড রিসার্চ কোন কারণে এতটা গুরুত্বপূর্ণ
 - কোন কোন নিশ নিয়ে আর্টিকেল লিখলে বেশি টাকা আয় করা যায়
 - নিশ কিভাবে ইনকাম কে প্রভাবিত করে
 - ব্লগ ওয়েবসাইটে আর্টিকেল লিখে আয় করা
 - গুগল এডসেন্সের মাধ্যমে কিভাবে ইনকাম করবেন
 - বাংলা ব্লক পোস্টে লিখে ইনকাম করার ভবিষ্যৎ
 - শেষ কথাঃ বাংলা আর্টিকেল লিখে মাসে লাখ টাকা আয় করার উপায়
 
বাংলা আর্টিকেল লিখে মাসে লাখ টাকা আয় করার উপায়
  বাংলা আর্টিকেল লিখে মাসে লাখ টাকা আয় করার উপায়, যা জানলে আপনার আয়ের দরজা
  খুলে যাবে। বাংলা আর্টিকেল লিখে আয় করা বর্তমানে অনলাইন আয়ের এক অন্যতম মাধ্যম।
  আর একে কাজে লাগিয়ে বর্তমানে অনেকই নিজের পার্টটাইম ইনকামের পাশাপাশি মূলইনকাম
  মাধ্যম হিসেবেও আয় করাকে বেছে নিচ্ছে। কারণ এটি এমন একটি পেশা যা
  নিজ স্বাধীন এর মাধ্যমে আপনি ইচ্ছামত কাজ করতে পারবেন।
  বাংলা আর্টিকেল লিখে আপনি কখনো ইংরেজি কন্টেনের মতো স্যালারি বা সম্মানী আশা করতে
  পারবেন না। কারণ বাংলা লেখার প্রসার শুধু কয়েকটি দেশে সমাদৃত ইংরেজি কনটেন্ট
  সারা বিশ্বজুড়ে সমাদৃত। বাংলা ভাষা অত্যন্ত সমৃদ্ধ তবে বাংলা ওয়েব
  কন্টেনের দিকে তাকালে যেন এক অন্য বাংলা ভাষাকে দেখা যায়। আর সে কারণে হয়তো
  পাঠক সমাজ বাংলা কনটেন্ট কে বাদ দিয়ে ইংরেজিতে প্রাধান্য দেয় বেশি। বাংলা
  কনটেন্ট যে একেবারেই বিফলে যাচ্ছে তা কিন্তু নয় এর মাধ্যমেও মানুষ
  লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে।
  বর্তমানে অনলাইন সেক্টরে প্রচুর পয়েন্ট রাইটারের চাহিদা রয়েছে। অনলাইনের
  মাধ্যমে যারা আয় করতে আগ্রহী তারা ওয়েবসাইট অথবা পণ্য সম্পর্কে নানা কন্টেন্ট
  বানিয়ে থাকে। আপনি চাইলে ঘরে বসে কন্টেন রাইটিং করে। আয় করতে পারবেন।
  আপনার লেখার মান অনুযায়ী গুগল কোম্পানি তা পর্যবেক্ষণ করে এর দাম নির্ধারণ
  করবে। শুধুমাত্র কনটেন্ট রাইটিং এর মাধ্যমে অল্প সময়ে অধিক টাকা আয়
  করা সম্ভব।
বাংলা আর্টিকেল লেখার জন্য সেরা ওয়েবসাইট
  বাংলা আজকে লেখার জন্য কয়েকটি জনপ্রিয় ও কার্যকরী ওয়েবসাইট। যেমন মুক্ত বিশ্ব,
  বিজ্ঞান ব্লগ, টেকটিউন্স, অন্য আলো, বাংলা ব্লগ ইত্যাদি। এই ওয়েবসাইট গুলো
  বাংলা ভাষায় মানসম্মত আর্টিকেল লেখার জন্য একটি চমৎকার সুযোগ করে দেয়। এখানে
  বিভিন্ন ধরনের বিষয়বস্তু যেমন  বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য, ভ্রমণ,
  ইতিহাস ইত্যাদি সম্পর্কে আর্টিকেল লেখা যায়।
  এছাড়াও বাংলা আর্টিকেল লিখে আয় করার জন্য একটি সাইড রয়েছে যেখানে কোন
  অভিজ্ঞতা ছাড়া আর্টিকেল লিখে ইনকাম করতে পারেন। আজকে আপনাদের সামনে কথা
  বলবো যেটাতে কোন অভিজ্ঞতা ছাড়া পাঁচ থেকে দশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন। এই
  ওয়েবসাইট থেকে নগদ রকেট বা বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
এই ওয়েবসাইটটি মূলত একটি বাংলাদেশী ওয়েবসাইট। ওয়েবসাইটটির নাম হলো capital upwork । এই ওয়েবসাইটে কাজ করার জন্য প্রথমে আপনাকে একটি একাউন্টে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগইন করতে হবে এবং এর মধ্যে আর্টিকেল লিখতে হবে। ওয়েবসাইটে ঢুকে জব সেকশনে ক্লিক করে সেখান থেকে ইনকাম করতে পারেন তাদের নিয়ম অনুযায়ী। এর জন্য আপনাকে তাদের নীতিমালা অনুসরণ করে কাজ করতে হবে।
বাংলা আর্টিকেল লেখার নিয়ম
  বাংলা আর্টিকেল লিখে আয় করার জন্য আপনাকে প্রথমে বাংলা লেখার নিয়ম কানুন জানতে
  হবে। বাংলা আর্টিকেল লিখার জন্য বেশি কিশোর নিয়মকানুন জানা দরকার। এর জন্যই
  আপনাকে প্রথমে বিষয়টি নির্বাচন করতে হবে যে মানুষ কি লিখে সার্চ দেয় বা কি
  জানতে চায় এ বিষয়ে আপনার প্রচুর পরিমাণ জ্ঞান থাকা প্রয়োজন তবে
  আর্টিকেলটি সুন্দর করে লিখতে পারবেন।
  আর আর্টিকেল লেখার জন্য আপনার যা করণীয় হবে সেটা হলো কিওয়ার্ড রিসার্চ।
  কিওয়ার্ড এমন হতে হবে যেন মানুষ সেটা লিখে সার্চ করে। এরপর আপনাকে আর্টিকেল লেখা
  শুরুতেই চার লাইন লিখে আর্টিকেলটির মোটামুটি ধারণা দিতে পারেন। আর্টিকেলের মধ্যে
  সব সময় সহজ ভাষায় লেখার চেষ্টা করবে কখনো কঠিন ভাষা ব্যবহার করবেন না। যাতে
  পাঠকের বুঝতে অসুবিধা না হয়।
  আর্টিকেল এমনভাবে লিখবেন যাতে পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। লেখার সময় আর্টিকেলকে
  বেশ কয়েকটি বেড়াতে বিভক্ত করে দিবেন। যাতে পাঠকের পড়তে সুবিধা হয় এবং
  দেখতে ভালো লাগে। প্যারার মধ্যে মূল পয়েন্টগুলো বোল্ড করে ফুটিয়ে তুলবেন তাহলে
  বুঝতে পারবে ওই বিষয়টুকু ওই সেকশনে রয়েছে। আর্টিকেল লেখা শেষ হয়ে গেলে
  আপনার শেষ মন্তব্য তুলে ধরুন এবং google এর নীতিবান অনুযায়ী পাবলিশ করুন।
কিওয়ার্ড রিসার্চ কোন কারণে এতটা গুরুত্বপূর্ণ
কিওয়ার্ড রিসার্চ ডিজিটাল মার্কেটিং এবং এসইও এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি ব্যবহারকারীদের সার্চ করা ধরন এবং তাদের আগ্রহ বুঝতে সাহায্য করে, যা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনগুলোতে আরো দৃশ্যমান করে তোলে। পিওর রিচার্জ এর মাধ্যমে সঠিক কিভাবে নির্বাচন তৈরি এবং অপটিমাইজ করা যায়, যা সার্চ ইঞ্জিন থেকে অর্গানিক ট্রাফিক বাড়াতে সাহায্য করে।
  কিওয়ার্ড রিসার্চ এর সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে আপনাকে মার্কেটের সার্চ ইনটেন্ট
  কনটেন্টকে বুঝতে সাহায্য করে। সার্চ ইনটেন্ট হচ্ছে ভিজিটরা কিভাবে সার্চ করছে
  সেটা আপনি বুঝতে পারবেন এবং আপনার টার্গেট মার্কেটিং টা জানতে পারবেন। এর জন্য
  অবশ্যই আপনাকে সার্চ ইন্ডিয়ান বোঝার জন্য কিওয়ার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা
  রাখে।
কিওয়ার্ড রিসার্চ করে আপনি যদি পোস্ট লেখেন তাহলে আপনার সেই পোস্টটিতে অনেক বেশি ভিজিটর আসবে। কি ওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে আপনি আপনার পোস্টটিকে দ্রুত রেঙ্ক করাতে পারবেন। এর জন্য আপনার কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে প্রচুর পরিমাণে জ্ঞান থাকা লাগবে। কেউ আর রিসার্চ করার মাধ্যমে আপনি আনুষঙ্গিক ধারণা পেতে পারেন।
কোন কোন নিশ নিয়ে আর্টিকেল লিখলে বেশি টাকা আয় করা যায়
  যে সকল বাংলা নিশ নিয়ে ব্লগিং করলে বেশি টাকা আয় করা যায়, এখন আমরা সে সকল
  জনপ্রিয় নিউজ নিয়ে আলোচনা করবো। তার মধ্যে কিছু নিশ আমি আপনাদের মাঝে তুলে
  ধরবো। গুলো হলো অনলাইন ইনকাম, লাইফস্টাইল, প্রবাস ভ্রমণ, রেজাল্ট সিম,
  অফার অনলাইন নিউজ, লাইফস্টাইল, স্বাস্থ্যসেবা ইত্যাদি। এ সকল নিশ নিয়ে কাজ করলে
  অল্প দিনে ব্লগে প্রচুর পরিমাণে ট্রাফিক গ্রো করতে পারেন।
ভালো মানের আর্টিকেল লিখে অনলাইনে বেশি টাকা আয় করতে চাইলে বেশ কিছু নিশ বিষয়ে বিষয়ের উপর মনে যাওয়া যেতে পারে। এসব ছাড়াও বর্তমান সময়ে চাহিদা অনুযায়ী ক্রিপ্টোকারেন্সি, এআই এবং এসইও এর মতো বিষয়গুলোতে ভালো আয় করার সুযোগ রয়েছে। তবে যে বিষয়ে আপনার দক্ষতা রয়েছে সে বিষয়ে লিখলে ভালো মানের লেখা তৈরি হওয়া সহজ হবে এবং আপনার অভিজ্ঞতা কাজে লাগবে।
নিশ কিভাবে ইনকাম কে প্রভাবিত করে
  প্রথমত জেনে নিন কিভাবে নিশ ব্লগের উপার্জনকে প্রভাবিত করে। গুগল
  এডসেন্স বিভিন্ন নিশ এর জন্য বিভিন্ন CPC দেয়। যদি আপনার ওয়েবসাইট বাংলা
  গল্প এর মত হয় তাহলে এডসেন্স আপনাকে 0.01 থেকে 0.03 ডলার দেয় এক ক্লিকের জন্য।
  এই অনুসারে আপনি যদি দিনে ১০০ টি ক্লিক পান তাহলে আপনার একদিনের আয় ১থেকে ৩
  ডলারের মধ্যে। অন্যদিকে যদি আপনার নিশ হয় health অর্থাৎ আপনার ওয়েবসাইট
  হয়  health and fitness এর উপর তাহলে গুগলের আপনাকে একটি খুব ভালো করে CPC
  দেয়।
আর CPC মধ্যে 0.03 থেকে 0.12 ডলার পার ক্লিক দেয়। অর্থাৎ আপনার যদি দিনে ১০০ ক্লিক হয় তাহলে প্রতিদিন আপনার ইনকাম ৩ থেকে ১২ ডলারের মধ্যে হবে। এজন্য এর সঠিক হিসাব পাওয়া খুব কঠিন। একইভাবে ব্লকের ভাষা ইনকামকে প্রভাবিত করে যেমন আপনি যদি ইংরেজি ব্লক করেন তাহলে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। ইংলিশ ব্লগের জন্য প্রতি ক্লিকে 0.10 থেকে ০.৫০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন।
ব্লগ ওয়েবসাইটে আর্টিকেল লিখে আয় করা
  আপনি চাইলে ব্লগ ওয়েবসাইটে মনিটাইজ অন করে আয় করতে পারবেন। এটি মূলত গুগল
  এডসেন্স এর মাধ্যমে করা হয়। আপনার ওয়েবসাইটে যেগুলো আর্টিকেল লেখা থাকবে
  সেগুলোতে এড দেখিয়ে উপার্জন করতে পারবেন। এই ওয়েবসাইটে বিভিন্নভাবে ইনকাম
  করা যায়। আপনি শুধু অ্যাড দেখিয়ে ইনকাম করবেন এমনটা না এর মাধ্যমে অ্যাফিলিয়েট
  মার্কেটিং করতে পারবেন।
  আবার আপনি চাইলে ব্লগার ওয়েবসাইটে কোন পণ্য বা কারো প্রোডাক্ট সেল করে ইনকাম
  করতে পারবেন। একদিকে আপনার ওয়েবসাইটে মনিটাইজ অন করে তো ইনকাম হবেই অন্যদিকে
  অ্যাফিলিয়েট মার্কেটিং করে ভালো পরিমাণ অর্থ ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে
  একজন ভালো রাইটার হতে হবে তাহলে আপনি ব্লক ওয়েবসাইট করতে পারবেন ।
গুগল এডসেন্সের মাধ্যমে কিভাবে ইনকাম করবেন
  গুগল এডসেন্স হলো একটি জনপ্রিয় মাধ্যম যার মাধ্যমে অনলাইন থেকে আয় করা যায়।
  মূলত, আপনার ওয়েবসাইটে বা ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দেখিয়ে আপনি এ আয় করতে
  পারেন। গুগল আপনার কনটেন্ট ও দর্শকের উপর ভিত্তি করে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাবে
  এবং সে বিজ্ঞাপন থেকে আপনার আয় হবে। নিয়মিত ব্লগ পোস্টে কাজ করলে বেশি ভিজিটর
  ওয়েবসাইটে আসে এবং আয়ের সম্ভাবনা বাড়ে।
লক্ষ লক্ষ বিজ্ঞাপন দাতা আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখানোর জায়গার জন্য প্রতিযোগিতা করে। এর ফলে আপনি বেশি উপার্জন করতে এবং আরো প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে বা বিজ্ঞাপন দেখানোর জায়গা ভর্তি করতে পারেন। ডেক্সটপ বা মোবাইলে দেখানোর জন্য গুগল আপনার বিজ্ঞাপন ইউনিক অটোমেটিক রিসাইজ করে দেয়। এর ফলে বিজ্ঞাপন দেখার ও ক্লিক বাড়ার সম্ভাবনা বাড়ে।
বাংলা ব্লক পোস্টে লিখে ইনকাম করার ভবিষ্যৎ
  আপনি লেখালেখি করে আয় করার ওয়েবসাইট ঈদুল আইটি মাস্টার থেকে ফ্রিতে
  আর্টিকেল লেখার নিয়ম শিখে গেলে এ ওয়েবসাইটে প্রতি মাসে ৩০ হাজার টাকা ইনকাম
  করতে পারবে। এছাড়া পাশাপাশি আপনি আর্টিকেল লিখে দক্ষতাকে কাজে লাগিয়ে পরবর্তীতে
  ব্লক ওয়েবসাইট খুলে গুগল এডসেন্স, এফিলিয়েট মার্কেটিং ও স্পন্স রশিপের
  মাধ্যমে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন।
  বাংলা ব্লগিং করে ইনকাম করার ভবিষ্যৎ উজ্জ্বল তবে কিছু বিষয় মনে রাখতে হবে।
  বর্তমানে বাংলা ব্লগিং করে আয়ের পরিমাণ তুলনামূলকভাবে কম হলেও সঠিক পরিকল্পনা ও
  প্রচেষ্টার মাধ্যমে ভালো আয় করা সম্ভব। বর্তমান পরিস্থিতিতে ইংরেজি ব্লগের
  তুলনায় বাংলা ব্লগের আ এর পরিমাণ তুলনা মূলক ভাবে কম। তবে সঠিক নিউজ নির্বাচন
  মানসম্মত কনটেন্ট তৈরি এবং কৌশল ব্যবহার করে ভালো আয় করা সম্ভব।
বাংলাভাষী মানুষের সংখ্যা বাড়ছে এবং তাদের মধ্যে অনলাইনে তথ্য খোঁজার প্রবণতা বাড়ছে। ফলে বাংলা ব্লগে চাহিদা বাড়ছে এবং ভবিষ্যৎ আরো বাড়বে। নতুন নতুন ব্লগিং প্ল্যাটফর্ম এবং আয়ের সুযোগ তৈরি হচ্ছে। বিশেষজ্ঞ না মনে করেন বাংলা ব্লগিং এর মাধ্যমে আয় ধীরে ধীরে বাড়বে। আপনার দর্শকের সাথে যুক্ত থাকুন এবং তাদের চাহিদা অনুযায়ী কনটেন্ট তৈরি করুন।
শেষ কথাঃ বাংলা আর্টিকেল লিখে মাসে লাখ টাকা আয় করার উপায়
  বাংলা আর্টিকেল লিখে মাসে লাখ টাকা আয় করার উপায় সম্পর্কে আমি আপনাদের ভালো করে
  বুঝিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। আর্টিকেল থেকে আপনি জানলেন যে ব্লগিং করে মাসে
  কত টাকা আয় করা যায় আপনি অনলাইন ব্লগিং থেকে কত টাকা আয় করতে পারবেন। আশা করি
  আপনি আমাদের তথ্য তে সন্তুষ্ট হবেন।
বাংলা ব্লগিং একটি সম্ভাবনা ময় ক্ষেত্র এবং ভবিষ্যতে আরো ভালো আয়ের সুযোগ তৈরি হতে পারে। সঠিক পরিকল্পনা, কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমে বাংলা ব্লগিং করে ভালো আয় করা সম্ভব। এরকম অনলাইন বিষয়ক তথ্য জানতে আমাদের সাথেই থাকবেন। সম্পূর্ণ আর্টিকেল করার জন্য আপনাকে ধন্যবাদ।



ইদুল আইটি মাস্টার এর নীতিমালা নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url